You are here: Home / ফিচার / ডিমের খোসায় গাছের চারা

ডিমের খোসায় গাছের চারা

ক্ষুদ্র বীজযুক্ত গাছ যেমন মরিচ,লেটুস, ক্যাপসিকাম, ব্রোকলি কিংবা ধনে পাতা এগুলো একসাথে লাগাতে হয়, অতি ক্ষুদ্র বলে একটা একটা করে আলাদাভাবে লাগানোর কোন উপায় নেই। যখন গাছের চারা গজায় তখন আবার এক সাথে থাকে। চারা গাছগুলো অতিরিক্ত নরম থাকে তাই তাদের স্থানান্তর করাটা বেশ কঠিন হয়ে যায়। কারণ অল্প আঘাতেই গাছের চারা ভেঙ্গে পড়ে। ক্ষুদ্র বীজের এই গাছগুলোর স্থানান্তর প্রক্রিয়া সহজ করা যায় ডিমের খোসা ব্যাবহার করে। ডিমের খোসায় গাছের চারা অঙ্কুররোদ্গমের জন্য যতটুকু পরিমাণ মাটি প্রয়োজন ডিমের খোসায় ঠিক ততটুকুই মাটি ধরে।

বাগানে ডিমের খোসার ব্যাবহার বেশ পুরনো। তবে ডিমের খোসায় গাছের চারা গজানোটি অভিনব একটি প্রক্রিয়া। এতে চারা গাছ পাবে অতি প্রয়োজনীয় ক্যালসিয়াম আর চারা স্থানান্তর হবে অনেক সহজ।

গাছের চারা
সুবিধা

• ডিমের খোসা গাছের চারা অঙ্কুরদ্গমের জন্য আদর্শ মাপ

• সম্পূর্ণ প্রাকৃতিক, জীবাণুবিয়োজ্য

• খোসা সহ সরাসরি মাটিতে লাগানো যায়

• চারা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রদান করে

• মাটিকে ধরে রাখে এবং খুবই সহজ লভ্য।

বাগান প্রস্তুতি
আপনার যা যা লাগবে
• ডিম

• ডিমের কার্টুন

• বীজ

• মাটি

• ছোট চামচ

• স্প্রে করার বোতল

• সুঁই এবং ছুরি

ডিম
ডিমের সরু অংশটি ধারালো ছুরি দিয়ে কেটে নিয়ে ডিমের তরল অংশটি বের করে নিতে হবে। তারপর  খোসাগুলো পানি দিয়ে ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে। আর অতিরিক্ত সতর্কতা হিসেবে পানি দিয়ে কয়েক মিনিট ফোটানো যেতে পারে। শুকনো ডিমের খোসাগুলোকে কার্টুনের ভিতর বসাতে হবে।  এবার ডিমের খোসার মুখটাকে ভেঙ্গে একটু বড় করে নিতে হবে।

ডিম

ডিমের খোসা

অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার জন্য ডিমের খোসার নিচে সুঁই দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে। খোসা গুলোকে পুনরায় বসানোর পূর্বে পানি দিয়ে একটু স্প্রে করে নিতে হবে।

ডিমের খোসায় বাগান

ডিমের ভেতরের অংশটি চামচের সাহায্যে মাটি দিয়ে পরিপূর্ণ করতে হবে।  এবার প্রতিটি ডিমের খোসায় কাঙ্ক্ষিত গাছের বীজ বপন করতে হবে। গাছের চারা গজানোর আগ পর্যন্ত নিয়মিত পানি স্প্রে করতে হবে।

গাছের চারা

গাছের চারা গুলো স্থানান্তর করার মত যথেষ্ট বৃদ্ধি পেলে ডিমের খোসা টিকে সামান্য ফেটে মাটিতে রোপণ করতে হবে। ডিমের খোসাটি সম্পূর্ণ রুপে পচে যাওয়ার আগ পর্যন্ত চারা গাছটিকে পুষ্টি দিয়ে যাবে।

গাছের চারা

গাছের চারা

এবার একটু লক্ষ করলে আপনি দেখবেন যে চারা গাছের বৃদ্ধি আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি।

 

Leave a Reply

Scroll To Top